Bitta Fish (Fighter-Fish)

Female Bitta Fish

এটা সাধারণত বিটটা মাছ অথবা ফাইটার ফিশ নামেই সবার কাছে পরিচিত! সিয়ামিজ লড়াকু মাছ যেটি থাই নাম ‘ইকান বেটাহ‘ থেকে এ নাম পেয়েছে। থাই ভাষায় এ নামের অর্থ হচ্ছে—কামড়ানো মাছ । চোখজুড়ানো বাহারি রঙের অধিকারী খুদে এই মাছটি। ২৫টির বেশি বিভিন্ন রঙে পাওয়া যায়।

পুরুষ মাছ গুলি আঁকার এ মেয়ে মাছ এর থেকে বেশি বড়ো হয়, ওও পাখনা গুলি বেশি থাকে!দুটি বা একাধিক পুরুষ মাছকে একসঙ্গে রাখলে একটি অপরটিকে ঘায়েল না করা পর্যন্ত চলতে থাকে এই মাছদের লড়াই।স্ত্রী মাছ এরা একসাথে থাকে, ওও কম আক্রমণাত্মক হয় পুরুষ মাছ এর তুলনায় ! স্ত্রী মাছ ডিম ছাড়ার পর পুরুষ মাছ সেটিকে তাড়িয়ে দেয়। মুখ থেকে লালা বের করে একধরনের ভাসমান বুদবুদের বাসা তৈরি করে যাকে babble-nest বলে, সেখানে ডিম রাখে পুরুষ মাছ। পোনা বের না হওয়া পর্যন্ত মাছটি দায়িত্ব পালন করে। বর্তমান এ এই মাছের ডিম ফুটিয়ে বাচ্চা বড়ো করে বিক্রি করা লাভজনক ব্যবসা হয়ে দাড়িয়াছে !

মাংসাশী এই মাছটির মূল আবাস থাইল্যান্ডের মেকং নদী। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং চীনেও এ মাছ পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে।

বর্তমান এ ইন্ডিয়া এর বাজার এ এগুলি 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামেও পাওয়া যায় !এই মাছের জীবনী শক্তি অনেক বেশি, কঠিন পরিবেশ ওও নোংরা জলেও সহজ এই বেচে থাকে এই মাছ ! এই মাছ গুলি স্বল্প জায়গার মধ্যেও নিজেদের বাঁচিয়ে রাখতে পারে !

Design a site like this with WordPress.com
Get started